স্পর্শকাতর অঙ্গে রেফারির আঘাত, ফুটবলার আহত

0
48
স্পর্শকাতর অঙ্গে আঘাত
রেফারির সঙ্গে লিওনের ফুটবলারদের বাক বিতণ্ডার একটি দৃশ্য। ছবি: ডেইল মেইল

মেক্সিকোর ঘরোয়া লিগ এমএক্সে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলো সে দেশের ফুটবল সমর্থকরা। ক্লাব আমেরিকার বিপক্ষে লিওনের ম্যাচ চলাকালীন এক খেলোয়াড়ের স্পর্শকাতর অঙ্গে আঘাত করে আহত করেছেন ম্যাচ পরিচালনাকারী রেফারি।

রোববার (২ এপ্রিল) কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের লড়াইয়ে মাঠে নেমেছিল ক্লাব আমেরিকা ও লিওন। দুই দলের মাঝেই ছিল চরম উত্তেজনা। ম্যাচের ৬৩ মিনিটে বিতর্কিত এক গোল করে সমতায় ফেরে ক্লাব আমেরিকা। এরপরই রেফারির কাছে হ্যান্ডবলের আবেদন নিয়ে যান লিওনের খেলোয়াড়রা। শুরু হয় রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডার। একপর্যায়ে লিওনের খেলোয়াড় জেইন বারোইকে হলুদ কার্ড দেখান রেফারি ফার্নান্দো হার্নান্দেজ।

সতীর্থকে হলুদ কার্ড দেখানোর প্রতিবাদে রেফারির মুখোমুখি হন লিওনের আরেক ফুটবলার লুকাস রোমেরো। এ সময় হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে রোমেরো। পরে রিপ্লেতে দেখা যায় উদ্দেশ্যমূলকভাবে রেফারি ফার্নান্দো হার্নান্দেজ হাঁটু দিয়ে রোমেরোর স্পর্শকাতর অঙ্গে আঘাত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয় সেই ভিডিও। এরপর থেকেই সেই রেফারির শাস্তি দাবি করে আসছে মেক্সিকোর সমর্থকরা। ফার্নান্দেজকে আজীবন বহিষ্কারেরও দাবি জানিয়েছেন অনেকে।

এ ঘটনার ফরে তদন্ত শুরু করেছে মেক্সিকোর রেফারি কমিশিন। এ ঘটনার জন্য মেক্সিকোর ফুটবল নিয়ম অনুযায়ী ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন হার্নান্দেজ। কেড়ে নেয়া হতে পারে ফিফার আন্তর্জাতিক ব্যাজও।

অবশ্য এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করেছে লিওন।