আগামী ৮ জুন বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার পরের দিন নিউইয়র্কে ‘ফান্ড রাইজিং ডিনারে’ উপস্থিত থাকবেন সাকিব আল হাসান। ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহের জন্য সেখানে উপস্থিত থাকবেন সাকিব।
নিউইয়র্কের জ্যামাইকায় সেন্ট জোন্স ইউনিভার্সিটির বলরুমে হবে ফান্ড রাইজিং ডিনার। ‘সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল’ নির্মাণ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ কর্মসূচি এটি। এরই মধ্যে এ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণের কাজ শুরু করেছেন সাকিবের ঘনিষ্ঠজন।
তবে বিশ্বকাপের মাঝে সাকিবের এমন প্রকল্প অনেকেই সমালোচনা করেছেন। তবে এসব কানে নিচ্ছেন না তিনি। কারণ, তার আগে গত রোববার (২ জুন) একটি মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহে সহযোগিতা করতে গিয়েছিলেন সাকিব, মাহমুদউল্লাহ ছাড়াও আরও দুই ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে হাতে সময় থাকায় মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহ করতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন সাকিব ছাড়াও আরও তিন ক্রিকেটার। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিবরা সেখানে উপস্থিত হন পাঞ্জাবি পরে। তাদের সঙ্গে ছিলেন হাসান মাহমুদও।
এটি ছিল মূলত ডালাসের টেক্সাকে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান। যেখানে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কোরআন তেলাওয়াতের আয়োজন করে ইসলামি অ্যাসোসিয়েশন অব অ্যালেন। সেখানে আমন্ত্রণ পেয়ে উপস্থিত হন সাকিবরা। সহযোগিতা করেন মসজিদের তহবিল সংগ্রহে।
সংগৃহীত অর্থ দেয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে। সেখানে প্রায় ১০০ মানুষ উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। যারা এসেছেন তারা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন।