প্রেমিকের প্রতারণা বুঝবেন যেভাবে

0
230
ছবি প্রতীকী

প্রেমিক প্রতারণা করছে জানতে পারার অনুভূতি মোটেই সুখকর না। তবে প্রেমিকের প্রতারণা আগে থেকে ধরতে পারলে তাকে বিয়ে করে আর পস্তাতে হবে না। শুধু লক্ষণ দেখেই প্রেমিককে প্রতারক বলাটা মোটেই ঠিক হবে না, তবে এর মাধ্যমে সতর্ক হতে পারেন আপনি। এখন প্রশ্ন হলো, বুঝবেন কীভাবে আপনার প্রেমিক প্রতারক না?

১. আচরণে হঠাৎ পরিবর্তন

হঠাৎ করেই প্রেমিকের আচরণ ও রুটিনে পরিবর্তন হতে পারে প্রতারণার লক্ষণ। এমন অবস্থায় লক্ষ রাখুন তার খুঁটিনাটি বিষয়ে।

২. মানসিক দূরত্ব

যদি দেখেন আপনার প্রেমিক মানসিকভাবে আপনার থেকে দূরে থাকছে, কথা-বার্তায় তেমন গুরুত্ব দিচ্ছে না বা আপনার প্রতি আকর্ষণ বোধ করছে না তবে সেটা হতে পারে প্রতারণার লক্ষণ।

৩. প্রেমিকের ডিভাইসে নিরাপত্তা লক

প্রেমিক যদি তার ব্যক্তিগত ডিভাইসে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে রাখছে তবে সেটা বিশ্বাস ভঙ্গের লক্ষণ হতে পারে। হঠাৎ করেই যদি দেখেন প্রেমিকের গ্যালারিতে সিকিউরিটি লক দেওয়া তবে চোক-কান খোলা রাখতে হবে।

৪. অস্বাভাবিক ব্যায়

হঠাৎ যদি দেখেন প্রেমিকে খরচে পরিবর্তন এসেছে যেটার যথাযথ ব্যাখ্যা দিতে পারছে না সে তবে একে সতর্কবার্তা বলে ধরে নিতে পারেন। কোথায় কি অর্থ ব্যায় করছে তা দেখতে পারেন।

৫. যোগাযোগ ও স্বচ্ছতার অভাব

যখন কেউ প্রতারণা করে তখন প্রেমিকার সঙ্গে যোগাযোগ কমে যায়। সে তার পরিকল্পনা আপনাকে জানাবে না, এড়িয়ে যাবে। কোথায় আছে সেটাও এড়িয়ে যাবে।

৬. সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্মার্টফোন ব্যবহারে পরিবর্তন

প্রেমিক যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ব্যবহারের ধরন পরিবর্তন করে ফেলে, মোবাইল লুকিয়ে রাখে, অনেক রাতে মেসেজ আসে, এসব প্রতারণার বড় লক্ষণ।