গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে এমবাপ্পে

0
72
এমবাপ্পে
গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে এমবাপ্পে
এমবাপ্পে
গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে এমবাপ্পে

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছিলেন পিএসজি কোচ। তবে মেডিকেল পরীক্ষার পর কোচ ক্রিস্টোফ গালতিয়ের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। বড় এ তারকার চোট গুরুতর। তাতে বিশ্রামে থাকতে হবে অন্তত তিন সপ্তাহ।

বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় মঁপিলিয়েরের মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচটিতে পিএসজি ৩-১ গোলে জেতে। ম্যাচে জয় পেলেও সেদিন এমবাপ্পে দুবার পেনাল্টি শট মিস করেন। আর ম্যাচের ২০ মিনিটে চোটে পড়ে ছাড়তে হয় মাঠ।

খেলা শেষে পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের বলেছিলেন, ‘এমবাপ্পে হাঁটুতে এবং পেশিতে কিছুটা আঘাত পেয়েছে। আশা করি সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম মেডিকেল পরীক্ষার পর যে খবর প্রকাশ করেছে, তাতে এমবাপ্পে খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন না।

রিপোর্ট অনুযায়ী, বাঁ পায়ের উরুতে চোট পেয়েছেন এমবাপ্পে। সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ২১ দিন সময় লাগবে। আর এই সময় তাকে থাকতে হবে বিশ্রামে। ফলে সামনে শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের খেলা মিস করতে হবে ফরাসি এ স্ট্রাইকারকে। শুধু তাই নয়, ফরাসি কাপের পরবর্তী দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না তিনি।

এদিকে দুই ম্যাচ পর মঁপিলিয়েরের বিপক্ষে জয়ের ম্যাচে কেবল একা এমাবাপ্পেই চোটে পড়েননি, এ দিন চোটে পড়েছেন ক্লাবটির তারকা ডিফেন্ডার সার্জিও রামোসও। তবে রামোসের চোটের সবশেষ খবর মেলেনি। দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এমবাপ্পের মতো গুরুতর চোট নেই তার।

এর বাইরে এখনও চোটে ভুগছেন ক্লাবটির আরেক বড় তারকা নেইমার জুনিয়র। চোটের কারণে মঁপিলিয়েরের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। চোট কাটিয়ে কবে নাগাদ মাঠে ফিরতে পারেন ব্রাজিল তারকা, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।

আগামী ১৪ ফেব্রুয়ারি নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলবে পিএসজি; প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।