মা-বাবা হয়েছেন ভারতের কেরালার ট্রান্সজেন্ডার যুগল জাহাদ পাভাল ও জিয়া পাভাল। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জিয়া জানিয়েছেন, তাদের সন্তান এবং জাহাদ দুজনেই সুস্থ রয়েছেন। ২৩ বছর বয়সি রূপান্তরিত পুরুষ জাহাদ এবং ২১ বছর বয়সি রূপান্তরিত নারী জিয়া কিছু দিন আগেই নিজেদের ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন।
সন্তান আসার খবর সবাইকে জানিয়ে জিয়া নিজের ইনস্টাগ্রামে সদ্যোজাতটির হাতের একটি অংশের ছবি দিয়ে লেখেন, ‘আমাদের স্বপ্নের স্বর শুনতে পেলাম। দু’চোখ বেয়ে নেমে আসছে আনন্দাশ্রু। সকল শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছায়, প্রার্থনায় কোনো সমস্যা ছাড়াই আমাদের সন্তান পৃথিবীর আলো দেখেছে। এই কঠিন সময়ে যারা আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই।’
তবে শিশুটি ছেলে না মেয়ে সেই সম্পর্কে এখনই বিস্তারিত কোনো তথ্য তারা দিতে চাননি।
৩ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জাহাদ-জিয়া। দেখা হওয়ার পরেও তারা হরমোন থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে তাদের মনে অভিভাবক হওয়ার ইচ্ছে আগে থেকেই ছিল। তাই কিছু দিনের জন্য তারা হরমোন থেরাপি বন্ধ রেখেছিলেন। শিশুর জন্মের পর আবার তারা হরমোন থেরাপি শুরু করবেন।
সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জিয়া জানিয়েছিলেন, প্রথম থেকেই তারা সন্তান চেয়েছিলেন। রূপান্তরকামীরাও যে সাধারণ নিয়মেই অভিভাবক হতে পারেন। সেই উদাহরণই সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন তারা।
ট্রান্সজেন্ডার প্রসঙ্গে জিয়া বলেন, ‘অনেক ট্রান্সজেন্ডারই আছে আমাদের মতো বাবা-মা হতে চান। তবে সমাজের চোখরাঙানির ভয়ে তারা সেই সিদ্ধান্তটি নিতে পারেন না। তাদের কাছে একটি উদাহরণ হতে চেয়েছি আমরা। সমাজকে বোঝাতে চেয়েছি, ট্রান্সজেন্ডাররাও সাধারণ নিয়মেই অভিভাবক হতে পারেন।’