তিন দিন মানুষের হাসপাতাল ঘুরে…

0
207

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শকে মারাত্মক আহত বানরটিকে অবশেষে ভেটেরিনারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু নিজের গাড়ি করে বানরটিকে হাসপাতালে নিয়ে যান। এর আগে গত তিন দিন ধরে (শনি, রবি, সোমবার) মারাত্মক আহত বানরটি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছিল।

স্থানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে পাহাড়ের একটি বানরকে পৌর সদর বাজার, উপজেলা পরিষদ, পৌরসভা কার্যালয়সহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে বানরটি বৈদ্যুতিক খুঁটিতে উঠলে শকে মারাত্মক আহত হয়ে জ্ঞান হারায়। স্থানীয়রা উদ্ধার করে মাথায় পানি ঢাললে বানরটি কিছুটা সুস্থ হয়ে জঙ্গলের দিকে চলে যায়। তবে শকে সৃষ্ট ক্ষত মারাত্মক আকার ধারণ করলে বানরটি শনিবার বিকেলে উপজেলা সরকারি হাসপাতালে হাজির হয়। সেদিন থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বানরটিকে চিকিৎসা দিচ্ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, বৈদ্যুতিক শকে আহত বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমি প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। পরদিন বানরটি আবারও হাসপাতালে হাজির হয়। এদিনও বানরটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সেটি জঙ্গলের দিকে চলে যায়। একইভাবে সোমবার সকালে বানরটি চিকিৎসা নিতে আবারও হাসপাতালে আসে। এদিনও একইভাবে বানরকে চিকিৎসা দেওয়া হয়। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের লোকজন বানরটি সোমবার দুপুরে নিয়ে যান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহামিনা আরজু বলেন, খবর পাওয়ার পরে বন বিভাগকে প্রাণীটিকে ধরে দেওয়ার জন্য বলা হলেও তারা আমাদের বানরটিকে ধরে দেয়নি। আজ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি অবহিত করলে তাদের দুজন কর্মচারী ও আমাদের লোকজন বানরটিকে ধরে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আনে। বানরটি মারাত্মকভাবে আহত হওয়ায় তার একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন। আমাদের এখানে অ্যানেস্থেসিয়াসহ অন্যান্য প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধা না থাকায় বানরটিকে চট্টগ্রামের ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।