হাসপাতালে ভর্তি ব্রাজিলের ‘বুড়ো নেকড়ে’

0
313
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি মারিও জাগালো

৯২তম জন্মদিন পালন করেছেন মাত্র এক সপ্তাহ আগে। এর মধ্যেই ব্রাজিলের ফুটবল কিংবদন্তি মারিও জাগালোকে হাসপাতালে ভর্তি হতে হলো।

খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপজয়ী প্রথম ব্যক্তিত্ব জাগালো। ব্রাজিলিয়ান ফুটবলে ‘ওল্ড উলফ’ বা বুড়ো নেকড়ে বলে পরিচিত তিন।

মূত্রনালিতে সংক্রমণে ভুগছেন জাগালো। মঙ্গলবার রিও ডি জেনিরোর বারা ডি’অর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা এখন ‘স্থিতিশীল’ এবং শ্বাস-প্রশ্বাস নিতে ‘সাহায্য লাগছে না’। তবে তাকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

একই হাসপাতালে এক বছরের বেশি সময় আগে সেমি-ইনটেনসিভ কেয়ারে চিকিৎসা নিতে হয়েছিল জাগালোকে। সেবার দুই সপ্তাহ ছিলেন হাসাপতালে।

১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের সঙ্গে খেলে ব্রাজিলকে বিশ্বকাপ উপহার দিয়েছেন জাগালো। এরপর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন। অনেকের চোখে ব্রাজিলের ওই দলটাকে ইতিহাসের সেরা দল হিসেবে বিবেচিত হয়ে থাকে।

জাগালো বাদে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতে বিশ্বকাপ জিতেছেন কেবল দুজন। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও দিদিয়ের দেশম।

জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ার ১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতেন। এরপর কোচ হিসেবে জেতেন ১৯৯০ সালের আসরে। দেশম ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের পর ২০১৮ সালে কোচ হিসেবে এ স্বাদ পান।

গত সপ্তাহে নিজের পরিবারের সঙ্গে জন্মদিন পালন করেন জাগালো। পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেন, পরিবারের সঙ্গে সর্বোত্তম উপায়ে জন্মদিন কাটাচ্ছি। সবার ভালোবাসার জন্য ধন্যবাদ’।