বিচ্ছেদ বাঁচাবে ‘স্লিপ ডিভোর্স’!

0
147

অনেক দম্পতির মধ্যেই বর্তমানে যে চলটি বাড়তে শুরু করেছে তার মধ্যে অন্যতম ‘স্লিপ ডিভোর্স’। বিশেষজ্ঞরা বলছেন, বিবাহিত জীবনের ইতি বা বিচ্ছেদ না ঘটাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ‘স্লিপ ডিভোর্স’।

আমেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিনের একটি সমীক্ষা বলছে, বিবাহিত জীবনে অসুখী হলে আমেরিকান দম্পতিদের এক তৃতীয়াংশ এখন ‘স্লিপ ডিভোর্স’-এর পথে হাঁটছে। কারণ এ পথে রয়েছে হাজারো সুবিধা।

অনেকেই হয়তো ‘স্লিপ ডিভোর্স’ শব্দটির অর্থ না জানেন না। ‘স্লিপ ডিভোর্স’ বলতে বোঝানো হয় বিবাহিত স্বামী স্ত্রীর আলাদা বিছানায় ঘুমানোর অভ্যাস। এ অভ্যাস বদলে দিতে পারে অনেক দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তকে।

কারণ সমীক্ষায় দেখা গেছে, যেসব দম্পতি ডিভোর্স বা বিচ্ছেদের দিকে এগোচ্ছিল তারা যখন নিজেদের মধ্যে ‘স্লিপ ডিভোর্স’ শুরু করল তখন তাদের অনেকেই স্ত্রী বা স্বামীকে হারাতে চাননি। এতে বিবাহিত দম্পতিরা একে অন্যকে মানসিকভাবে বোঝার সুযোগ পায়।

নিজের ত্রুটি-বিচ্যুতি অনুভবেরও সুযোগ ঘটে ‘স্লিপ ডিভোর্স’ এর মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, এতে করে বিবাহিত জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়া যায় আবার নিজেকে আগের চেয়ে একটু বেশিই সময় দেয়া যায়।

কোনো সমস্যা সমাধানে, দাম্পত্য কলহ কিংবা যেসব দম্পতির সঙ্গীর নাক ডাকার অভ্যাস রয়েছে তারাও হাঁটতে পারেন ‘স্লিপ ডিভোর্স’ এর পথে। কারণ ‘স্লিপ ডিভোর্স’ মানে ডিভোর্স নয়, বরং বিবাহিত জীবন থেকে স্বঘোষিত সাময়িক মুক্তি। এতে করে সম্পর্কের বিচ্ছেদ ঘটে না বরং ভিত হয় আরও জোরালো।