ফ্রেন্ডস কেয়ার হসপিটালে স্বাস্থ্যকর্মীদের মতবিনিময়

0
170
ফ্রেন্ডস কেয়ার হসপিটাল লিমিটেডের উদ্যোগে অত্র এলাকার স্বাস্থ্যকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রাজধানীর মগবাজার এলাকার স্বাস্থ্যকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে এ মতবিনিময় সভার আয়োজন করে ফ্রেন্ডস কেয়ার হসপিটাল লিমিটেড।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস কেয়ার হসপিটালের পরিচালক (অপারেশন) মো. শফিকুল ইসলাম।

স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিজের অভিমত ব্যক্ত করেন ফ্রেন্ডস কেয়ার হসপিটালের পরিচালক আজিজা হেনা। তিনি সবার কথা মনোযোগ সহকারে শোনেন। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন আজিজা হেনা।

ফ্রেন্ডস কেয়ার হসপিটালের পরিচালক (অপারেশন) মো. শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা অত্র এলাকায় সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের এ মতবিনিময় ও আলোচনা সভার প্রধান লক্ষ্যই হচ্ছে আমরা সর্বোচ্চ সেবা কীভাবে দিতে পারি। এ ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অনেক বেশি।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, ফ্রেন্ডস কেয়ার হসপিটালে ২৪ ঘণ্টা নামমাত্র মূল্য ২০ টাকায় রেজিস্ট্রার চিকিৎসক দেখাতে পারবে রোগীরা। অত্র এলাকায় সর্বনিম্ন খরচে একমাত্র ফ্রেন্ড হসপিটালে চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করেছে।