হার্ট অ্যাটাক ছাড়াও বুকে ব্যথার ৪ কারণ

0
59

হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরা হার্ট অ্যাটাক মানেই বুঝি বুক ব্যথা কিংবা শরীরের বাঁ-পাশে ব্যথা। তবে অনেক সময় হার্ট অ্যাটাক ছাড়াও ভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে।

দেখে নিন বুকে ব্যথার অন্যান্য কারণগুলো-

শুধু হার্ট অ্যাটাকের কারণেই বুকে ব্যথা হয় তা নয়; বুকে ব্যথার আরও অনেক কারণ থাকতে পারে। তাই আগে বুঝতে হবে বুকে কেন ব্যথা করছে। এবং সময় থাকতেই এর সঠিক চিকিৎসা করতে হবে। তা ছাড়া পরবর্তী সময়ে এটি আরও বিপজ্জনক হতে পারে। তাই চলুন জেনে নিই হার্ট অ্যাটাক ছাড়া আর কী কী কারণে বুকে ব্যথা হয়–

১. শুকনো কাশি: শুকনো কাশির কারণে বুকের মাংসপেশিতে প্রচুর চাপ পড়ে। এতে পরবর্তী সময়ে বুকে ব্যথা হয়। এ ছাড়া দ্রুত সময়ে কাশি ভালো না হলে ব্যথা আরও বাড়তে পারে। তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

২. পালমোনারি এমবোলিজম: পালমোনারি এমবোলিজম হলো একটি সমস্যা, যা বুকে ব্যথার কারণ হতে পারে। এটি একটি হার্টের সমস্যা, যেখানে ফুসফুসে রক্ত পরিবহনকারী ধমনিতে বাধা সৃষ্টি হয়। ফলে ফুসফুসে রক্ত ঠিকমতো পৌঁছাতে পারে না। ফলে বুকে ব্যথা করে। তাই হঠাৎ বুকে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

৩. ফুসফুসের সংক্রমণ: কোভিড-পরবর্তী সময়ে অনেকের ফুসফুসে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এর ফলে বুকে ব্যথা দেখা দিত। ফুসফুসে অন্য কোনো ভাইরাসের আক্রমণ করলেও বুকে ব্যথা শুরু হতে পারে।

৪. নিউমোনিয়া: নিউমোনিয়ায় আক্রন্ত হলে বুকে ব্যথা হতে পারে। কেননা, নিউমোনিয়া হলে ফুসফুসের এয়ার ব্যাগ ফুলে যায়। তখন এটি বুকে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।