বায়ুদূষণে টানা তিন দিন (বৃহস্পতি, শুক্র ও শনিবার) শীর্ষে ছিল রাজধানী ঢাকা। এরপর অবস্থার উন্নতি হয়ে রোববার ঢাকার অবস্থান হয় ষষ্ঠ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনের শুরুতে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর হলেও অবস্থান অনেকটাই নিচের দিকে। আজ সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৩৬। আজ তালিকায় শীর্ষে আছে বসনিয়া-হার্জেগভিনার সারায়েভো, স্কোর ১৯৭।
একিউআই স্কোরে সকাল ৯টায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় ১৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে রাশিয়ার ক্রাসনোয়ার্স্ক। আর ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ১৭৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে। এরপর আছে ইতালির মিলান (স্কোর ১৬৫), উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়ে (স্কোর ১৬৪), পোল্যান্ডের ক্রাকাও (স্কোর ১৬৪), পাকিস্তানের লাহোর (স্কোর ১৬৩), নেপালের কাঠমান্ডু (স্কোর ১৬২), ভারতের কলকাতা (স্কোর ১৬২) এবং মঙ্গোলিয়ার উলানবাটোর (স্কোর ১৬১)। আর ঢাকার স্কোর ১৩৬, দূষিত শহরের তালিকায় অবস্থান ১৯তম।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ঢাকায় এ বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। এ মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।