মুখে বেশি লোম, কোন জটিল রোগের লক্ষণ?

0
164

যারা সৌন্দর্য সচেতন তারা অনেকেই মুখে অবাঞ্ছিত লোমের উপস্থিতি বেশি হলে চিন্তায় পড়ে যান। বিউটি পার্লার কিংবা বাড়িতে বসে মুখ থেকে টেনে তোলেন এসব লোম। কিন্তু আপনি কি জানেন, এই লোম শুধু সৌন্দর্য নষ্ট করে না, একটি জটিল রোগকেও আমন্ত্রণ জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, মুখে অতিরিক্ত লোম পিসিওএস বা পিসিওডি জটিল রোগের লক্ষণ। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা ডিজিজের সংক্ষিপ্ত রূপ হলো পিসিওএস বা পিসিওডি।

মেয়েদের হরমোনজনিত জটিল অসুখ হিসেবে এ রোগকে গণ্য করা হয়। এ অসুখে মেয়েদের ডিম্বাশয় বেশি পরিমাণে অ্যান্ড্রোজেন তৈরি করে যাতে ডিম্বাশয়ের বাইরে ছোট ছোট অনেক সিস্ট তৈরি হয়ে একটা স্তর পড়ে যায়। এছাড়াও এ রোগে আক্রান্ত হলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

কোনো মেয়ে এ অসুখে আক্রান্ত হলে মুখে লোমের পরিমাণ বাড়ার প্রবণতা শুরু করে প্রথমে। এরপর ধীরে ধীরে অন্য লক্ষণও স্পষ্ট হতে শুরু করে। যেমন এ অসুখে সাধারণত অনিয়মিত ঋতুস্রাব হয় মেয়েদের। সেই সঙ্গে থাকে তীব্র ব্যথা।

হঠাৎ করে ওজন বাড়তে শুরু করা, মাথার চুলের ঘনত্ব কমে যাওয়া, বিবাহিতদের সন্তানধারণে সমস্যা হওয়া ইত্যাদি পিসিওএস বা পিসিওডি জটিল রোগের লক্ষণ বলে বিবেচিত।

বিশেষজ্ঞরা বলছেন, অতিস্থূলতা, যথেষ্ট ব্যায়াম না করা, পারিবারিক বা জিনগতভাবে বংশে এই রোগের উপস্থিতি থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা মেয়েদের অনেকটাই বেড়ে যায়।