বসন্ত এলেই মাঙ্কি পক্সের উপদ্রব, আক্রান্ত হলে যা করবেন

0
69

শীত প্রায় শেষের দিকে, ঘনিয়ে আসছে বসন্ত। আর বসন্ত আসার সঙ্গে বসন্ত রোগ বা মাঙ্কি পক্স রোগ হওয়ার সম্ভাবনাও বাড়তে থাকে। অবশ্য সাবধানতা অবলম্বন করলে সেই রোগ সেরে যাবে সহজেই। পক্স হলো একটি অত্যন্ত সংক্রামক সংক্রমণ। এই রোগ লাল, তরল-ভরা ফোসকা ও ফ্লুর মতো উপসর্গ দ্বারা গঠিত চুলকানি ফুসকুড়ি দ্বারা চিহ্নিত করা হয়।

ফুসকুড়ি এবং অন্যান্য উপসর্গ উভয়ই সাধারণত ওভার-দ্য-কাউন্টার ওষুধ ও ঘরোয়া প্রতিকার দিয়ে কার্যকরভাবে চিকিৎসা করা যেতে পারে। যদিও একটি অ্যান্টিভাইরাল ওষুধ নির্ধারিত হতে পারে এই রোগের জন্য। বলা হয়, প্রত্যেকের জীবনেই এই রোগ একবার হলেও হয়।

পক্স হয়েছে এমন কারও সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা সংক্রমণের ঝুঁকি কমাতে পারে। সাধারণত এই রোগ হলে অনেকেই আমিষ খান না। তখন কেবলমাত্র নিরামিষ খেয়েই চালিয়ে নেওয়া হয়। তবে ডাক্তারদের মতে, এই জিনিসটি কুসংস্কার ছাড়া আর কিছুই না। ফলত এই রোগ হলে আমিষ খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা।

পক্স আসলে খুবই ছোঁয়াচে একটি রোগ। বাড়িতে কারোর পক্স হলে তাকে আলাদা একটি ঘরে রাখাই ভালো। রোগীকে যতটা সম্ভব স্পর্শ করা বা চুম্বন করা এড়িয়ে চলুন এবং তার আশেপাশের জিনিস ছুঁলে পরে আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলতে ভুলবেন না। এই সময় অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে, তাই খুব সচেতন থাকুন এবং সাবধানে থাকুন।