বায়ুদূষণে বিশ্বের প্রথম স্থানে আবারও ঢাকার নাম। দিন দিন এ শহরের বাতাস বাসিন্দাদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। আজও ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রয়েছে। ঢাকার স্কোর ৩০৪।
রোববার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) জানিয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে ভারতের শহর কলকতা রয়েছে, যার স্কোর ২৬৩। এছাড়াও একিউআই স্কোর ২১৩ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকাতে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর করাচি, চতুর্থ স্থানে আবার ভারতের দিল্লি রয়েছে, যার স্কোর ১৮১। পঞ্চম স্থানে রয়েছে ১৭৮ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর।
একিউআই জানায়, বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
এদিকে নির্মল বাতাসের সবশেষ তালিকাতে রয়েছে জাপানের কোবে, কোয়েটো এবং ওসাকা। যার স্কোর যথাক্রমে ৪. ৪ ও ৪। এরপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক প্রদেশ সান ফ্রান্সিসকো। যার স্কোর ৬।