নিউরোসায়েন্সে চলছে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

0
160

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে (নিনস) তিনদিনব্যাপী বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে স্বাচিপ নিনস শাখা। ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতাল কনফারেন্স রুমে বর্ণিল আয়োজনে বিজয়ের মাসে শেকড়ের সন্ধানে শীর্ষক এই উৎসব।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ্ জহিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার (৩০ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

উৎসবের প্রথম দিন বেলা ১২টায় প্রদর্শিত হয় মুজিব : একটি জাতির রূপকার শীর্ষক চলচ্চিত্র। রোববার (৩১ জানুয়ারি) প্রদর্শিত হয়েছে হাসিনা- এ ডটারস টেল ৷ এবং উৎসবের শেষ দিন আজ সোমবার প্রদর্শিত হবে আমার বন্ধু রাশেদ শীর্ষক চলচ্চিত্র।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আমাদের মহান মুক্তিযুদ্ধ একসূত্রে গাঁথা। সুতরাং বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হলে আগে বঙ্গবন্ধুকে আদ্যোপান্ত জানতে হবে, আর বঙ্গবন্ধুকে জানতে হলে তার জীবনীনির্ভর সাহিত্য, চলচ্চিত্র ও সাংস্কৃতিক চর্চার পরিধি বাড়াতে হবে। সেক্ষেত্রে স্বাচিপ নিনস্ শাখার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব তরুণ প্রজন্মকে বিজয়ের মাসে শেকড়ের সন্ধান পেতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাচিপের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নিনস্-এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ এবং যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপ নিনস্ শাখার সভাপতি অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিম শাহী। স্বাগত বক্তব্য দেন স্বাচিপ নিনস্ শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. শিরাজী শাফিকুল ইসলাম।