ওয়েলকাম-৩ এর শুটিং শেষে বাড়ি ফিরেই হৃদ্রোগে আক্রান্ত হন ৪৭ বছর বয়সী বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। তার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন তার স্ত্রী দীপ্তি তলপড়ে। হাসপাতালে ভর্তির পর অভিনেতার অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি অসুস্থ বোধ করলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আন্ধেরি পশ্চিমের বেলভিউ হাসপাতালে অভিনেতার এনজিওপ্লাস্টি করা হয়।
হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালে ভর্তির দিন অভিনেতাকে এনজিওপ্লাস্টি করানো হয়েছিল, সেদিনের তুলনায় এখন তিনি ভালো আছেন। জানা গেছে, ‘শ্রেয়স ওইদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাত আটটা নাগাদ। তার অস্ত্রোপচার সফল হয়েছে। এবং তিনি এখন ভালো আছেন। তিন থেকে চার দিনের মধ্যে তাকে ছেড়ে দেয়া হবে।’
শ্রেয়স তলপড়ের স্ত্রী দীপ্তি অভিনেতার বর্তমান অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লেখেন, ‘ আমার স্বামী শ্রেয়সের শরীর হঠাৎ খারাপ হয়ে পড়লে সবাই যেভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং খোঁজখবর নিয়েছেন তাদেরকে জানাতে চাই আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। তবে শ্রেয়স এখন ভালো আছে। আগামী কয়েকদিনের মধ্যেই ওকে ছেড়ে দেয়া হবে হাসপাতাল থেকে।’
তিনি তার পোস্টে আরও লেখেন, ‘হাসপাতালের চিকিৎসক এবং মেডিকেল টিমের অসম্ভব যত্ন এবং ওকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেয়ার জন্য আমি কৃতজ্ঞ। ও যেহেতু এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তাই চাইব এই সময়টা আমাদের যেন আমাদের মতো থাকতে দেয়া হয়। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের দুজনের শক্তি।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শ্রেয়স বৃহস্পতিবার সারাদিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংও করেছিলেন। তিনি ভালো ছিলেন এবং সেটে সবার সঙ্গে মজাও করেন। তিনি এমন কিছু সিকোয়েন্সের শুট করেছিলেন যেগুলোতে কিছুটা অ্যাকশন ছিল। শুটিং শেষে বাড়ি ফিরে শ্রেয়স তার স্ত্রী দীপ্তি তলপাড়েকে জানান যে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। দীপ্তি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই জ্ঞান হারান অভিনেতা।
পরে তাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির ভেলভেউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন শ্রেয়স। রাত ১০টার দিকে এনজিওপ্লাস্টি করা হয় অভিনেতার।
একাধিক হিট হিন্দি এবং মারাঠি সিনেমায় কাজ করেছেন শ্রেয়স তলপড়ে। তবে মারাঠি ছবির জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। দুই দশকের ক্যারিয়ারে শ্রেয়স ৪৫টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। তাকে ‘ইকবাল’, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’সহ আরও হিট বলিউড ছবিতে দেখা গেছে।
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় দেখা যাবে অক্ষয় কুমার, রাবিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, জনি লিভার, তুষার কাপুর, শ্রেয়স তলপাড়ে, কিকু শারদা, মিকা সিং, রাহুল দেব, মুকেশ তিওয়ারি, শারিব হাশমি, ইনামুল হক, জাকির হুসেন, যশপাল শর্মা সহ অনেকে।