মারাত্মক আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্মিলা

0
91

মারাত্মক আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর
সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। আহত হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সকালে নিজ বাসায় এই দুর্ঘটনার শিকার হন ঊর্মিলা। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

চিকিৎসক জানিয়েছেন, ‘তাকে আপাতত পর্যবেক্ষণে থাকতে হবে। ১২ ঘণ্টা পর বলা যাবে কবে বা কখন তিনি বাসায় ফিরতে পারবেন। তার সিটি স্ক্যান করা হয়েছে। সেটির রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।’

এর আগে হার্টের সমস্যা নিয়ে চলতি বছরেই দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল অভিনেত্রী ঊর্মিলাকে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

ঊর্মিলা তার কর্মজীবন শুরু করেন ছোট পর্দার মাধ্যমে। ২০১০ সালে তাহের শিপনের নির্দেশনায় ‘জটিল প্রেম’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করেন। তিনি বিজ্ঞাপনে মডেলিং করেছেন। সিটিসেল জুম আলট্রা, ডানো, মেরিল বেবি লোশন, বাংলা লায়ন ওয়াইম্যাক্সসহ একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন।