পায়ের পাতা ঘামা কি কোনো রোগের লক্ষণ?

0
105

অনেকেরই পায়ের পাতা ঘামার সমস্যা রয়েছে। চিকিৎসা পরিভাষায় এই সমস্যাকে বলা হয় পেরিফেরাল এডিমা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা পা ঝুলিয়ে বসে থাকলে যদি পায়ের পাতা ফুলে যায় বা ঘামতে থাকে, তা হলে অবশ্যই চিন্তার কারণ রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। আর কী কী দেখলে সতর্ক থাকতে হবে?

নির্দিষ্ট কোনো কারণ ছাড়া, দীর্ঘক্ষণ ধরে যদি পায়ের পাতা ভিজে থাকে। তা-ও চিন্তার কারণ হতে পারে। কিডনি, লিভার এবং হার্টের কোনো জটিল সমস্যা থাকলে বা রক্তে শর্করার মাত্রা হঠাৎ ওঠা-নামা করলেও পায়ের পাতা ঘামে। এমনটা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। পায়ের পাতা ঘামার সঙ্গে ফোলা, ব্যথা এবং লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখলে সতর্ক হতে হবে।

পায়ের পাতা ঘামার সঙ্গে সঙ্গে দেহের ওজন যদি হঠাৎ বেড়ে যায়, তা-ও কিন্তু বড় কোনো রোগের লক্ষণ হতে পারে।