স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশকে ১০ লাখ পিস ডেঙ্গু পরীক্ষার কিট দেবে চীন।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলদেশকে চীনের ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে ১০ লাখ পিস ডেঙ্গু পরীক্ষার কিট দেবে চীন। এরই মধ্যে চীন থেকে কিছু কিট বাংলাদেশে এসেছে। আমাদের কাছে তা হস্তান্তর করা হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকি কিটগুলোও দেবে তারা। এ ছাড়া বেশ কিছু যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দেবে চীন।’
তিনি বলেন, মশা থাকলে ডেঙ্গু সংক্রমণও থাকবে। এ জন্য ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরব্যাপী মশানিধন কর্মসূচি পালন করা দরকার।
সিটি করপোরেশন এবং পৌরসভাকে মশানিধনের ব্যাপারে আরও তৎপর হতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।