দ্রুত ডেঙ্গু সারাতে কার্যকরী একটি বিশেষ পানীয়

0
129

দেশে ডেঙ্গু জ্বর ক্রমেই বিস্তার লাভ করছে। ঋতু পরিবর্তন হয়ে ধীরে ধীরে শীত চলে এলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। তাই অসতর্কতায় যদি ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়েনই, তবে জেনে নিন ডেঙ্গু সারাতে দ্রুত কার্যকরী একটি বিশেষ পানীয়।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. তানজীর ইসলাম অদ্বিত বলছেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর শরীর হঠাৎই দুর্বল হয়ে পড়ে তাই এ দুর্বলতা কাটাতে না পারলেই অকালমৃত্যুর ফাঁদে আটকা পড়েন ডেঙ্গু রোগী। তাই ডেঙ্গু রোগীকে দ্রুত সারিয়ে তুলতে রোগীকে অবশ্যই দিতে হবে ডাবের পানি।

কারণ হিসেবে ডা. অদ্বিত জানান, ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে খনিজ লবণ ও নানা রকম রোগ প্রতিরোধক্ষমতা, যা যেকোনো জটিল রোগ নিরাময়ে সাহায্য করে। প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে পারে ডেঙ্গুর বিরুদ্ধেও।

তাই দেরি না করে আজ থেকেই ডেঙ্গু রোগীর ডায়েটে প্রাধান্য দিতে পারেন ডেঙ্গু প্রতিরোধী ডাবের পানীয়কে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগীদের শরীরের কোষগুলো পানিশূন্য হয়ে পড়ে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। আর এ সমস্যার দ্রুত সমাধান করতে পারে ডাবের পানি।

তবে তার মানে এই নয়, ডেঙ্গু রোগীকে শুধু ডাবের পানিই খেতে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ডাবের পানি প্রয়োজনের চেয়ে বেশি খেলেও শরীরে ক্ষতি হতে পারে।

এ ছাড়াও ডেঙ্গু সারাতে শুধু ডাবের পানি নয়, অন্যান্য তরল পানীয়ও বাড়িয়ে দিতে হবে ডেঙ্গু রোগীর ডায়েটে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

তাই ডেঙ্গু জ্বরে ডেঙ্গু রোগীকে খেতে দিতে হবে ডাবের পানির পাশাপাশি বিভিন্ন ফলের রস, স্যুপ, স্টু, লাল লিকার চা, তুলসী চা। পুষ্টিবিদদের মতে, পুদিনা পাতা আর লেবু রসে তৈরি শরবত এ সময় ভালো কাজ করে।

ডেঙ্গুতে আক্রান্ত হলে নিয়মিত খেতে পারেন এক গ্লাস পাকা পেঁপের রসও। এতে শরীরের পানিশূন্যতা তো দূর হবেই, সেই সঙ্গে শরীর পাবে প্রয়োজনীয় ভিটামিন আর বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।