ত্বকের যত্নে মুলতানি মাটির ১০ ব্যবহার

0
133

ত্বকের উপরের অংশে জমে থাকা তেল, ময়লা এবং টক্সিন দূর করতে মুলতানি মাটির তুলনা নেই। এছাড়া ত্বকের কালচে দাগ ও ব্রণ দূর করতে মুলতানি মাটির ফেস প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন।অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এই মাটি ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। জেনে নিন এটি ব্যবহারের কিছু উপায় সম্পর্কে।

  1. ১ চামচ মুলতানি মাটির সঙ্গে সামান্য হলুদের গুঁড়া আর গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলায় এই ফেসমাস্ক লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন পানি দিয়ে।
  2. একটি টমেটো পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান ২ টেবিল চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ লেবুর রস। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  3. ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ নিমের গুঁড়া মেশান। কয়েক ফোঁটা লেবুর রস দিন। পরিমাণ মতো গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।
  4. শসার রসের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগান। এই মাস্ক ত্বকে কুলিং এফেক্ট এনে দেয় এবং রোদে পোড়ার দাগ দূর করে।
  5. ওটস ও দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব করুন ত্বক। দূর হবে তেল ও ধুলাবালি।
  6.  পাকা কলার সঙ্গে মুলতানি মাটি ও মধু মিশিয়ে ব্লেন্ড করে নিন। ত্বকে মিশ্রণটি ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  7. সমপরিমাণ টক দই ও মুলতানি মাটি মেশান। ১ চা চামচ লেবুর রস দিন মিশ্রণে। তবে ত্বক অতিরিক্ত সংবেদনশীল হলে লেবুর রস ব্যবহার করবেন না। ফেস প্যাকটি ত্বকে ২৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  8. সমপরিমাণ মুলতানি মাটি ও চন্দনের সঙ্গে প্রয়োজন মতো পানি মেশান। মসৃণ পেস্ট তৈরি হলে মুখ ও গলার ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  9. পরিমাণ মতো মুলতানি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল, গোলাপজল ও ১টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
  10. মুলতানি মাটি, বেসন ও গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।