ঢাকা মেডিক্যালে ডেঙ্গু পরীক্ষার কিট দিলো মোমেডস্

0
206

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে (ঢামেক) ডেঙ্গু পরীক্ষার জন্য ৪০০টি কিট দিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের পরিচালিত স্বাস্থ্যসেবামূলক সংগঠন মোমেডস্। বুধবার (৩০ আগস্ট) দুপুরে ঢামেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের পরিচালকের কাছে এই কিট হস্তান্তর করা হয়।

মোমেডস্ বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করে আসছে। করোনা মহামারির সংকটকালীন সময়ে যাত্রা শুরু করে এই সংগঠনটি।

মোমেডসের প্রতিষ্ঠাতা ও সিইও ইকমাল মোমিন ডেঙ্গু পরীক্ষার কিট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনা মহামারির সময় মোমেডস্ সুযোগ-সুবিধা কম থাকা দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, নাসাল ক্যানুলা, প্রয়োজনীয় ওষুধ, হুইল চেয়ারসহ অত্যাবশকীয় চিকিৎসা সরঞ্জাম দান করেছিল। একইসঙ্গে সংগঠনটি সুবিধাবঞ্চিতদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করেছিল।