খাবার খেলেই কান্না করেন যে রোগী

0
308
ছবি প্রতীকী

সাধারণত কষ্ট বা আঘাত পেলে মানুষ কান্না করে, চোখ থেকে পানি পড়ে। তবে কান্নার পাশাপাশি কখনো কখনো খুশিতেও চোখে পানি আসে। কিন্তু আপনি কি কখনও শুনেছেন যে খাবার খেতে গেলেই চোখ দিয়ে অঝোরে ঝরে পানি? হয়তো শোনেননি!
হ্যা, বলছি ক্রোকোডাইল টিয়ার সিনড্রোমের কথা। যে রোগে আক্রান্তরা খাবার খেতে গেলে তাদের চোখ দিয়ে পানি পড়তে থাকে। এই রোগটি গুস্টো ল্যাক্রিমেশন নামেও পরিচিত।

এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির কান্নার সঙ্গে খাবারের স্বাদ বা তৃষ্ণার কোন সম্পর্ক নেই, বা মশলাদার খাবারের কারণেও এটি ঘটে না। আসলে এর পেছনের কারণ হল ‘ল্যাক্রিমাল গ্ল্যান্ড’। যখন এই গ্রন্থির উপর খারাপ প্রভাব পড়ে তখন আপনাআপনিই দেখা দেয় এই সিনড্রোম। খাবার খাওয়ার সময় আক্রান্ত ব্যক্তির নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই সিন্ড্রোম গুস্টো-ল্যাক্রিমেশন নামেও পরিচিত।

অডিটি সেন্ট্রালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিনে ঝাং নামের এক ব্যক্তি এই রোগে আক্রান্ত। যখনই সে মুখে এক টুকরো খাবার রাখে, তখনই তার চোখ থেকে জল ঝরতে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোকোডাইল টিয়ার সিনড্রোমের আগে ঝাং ‘ফেসিয়াল প্যারালাইসিস’-এ ভুগছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে প্রায় ৯৫ জন মানুষ এই রোগে আক্রান্ত। এ রোগের সঠিক চিকিৎসা এখনো আবিস্কার করতে পারেননি চিকিৎসকরা।