বিশ্বব্যাপী বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। অচিরেই তা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ডেঙ্গু ঝুঁকির মধ্যে রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
চলতি বর্ষা মৌসুম শুরুর পর থেকেই বিশ্বব্যাপী বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোতে। এতে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল।
এমন অবস্থায় ডেঙ্গু নিয়ে আরও ভয়াবহ তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (২১ জুলাই) সংস্থাটি জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। অচিরেই তা আগের যেকোন রেকর্ড ছাড়িয়ে যাবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর প্রধান রমন ভেলাইয়ুধান বলেন, এই মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই ডেঙ্গু ঝুঁকির মধ্যে রয়েছেন। বৃষ্টিবহুল ও উষ্ণ অঞ্চলগুলোতে অকল্পনীয় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে রোগটি।
তিনি আরও বলেন, এটি এখনই নিয়ন্ত্রণ করা না গেলে চলতি বছরই রেকর্ড সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হবেন। সামনের দিন গুলোতে হয়তো ডেঙ্গুকে মহামারিও হিসেবেও ঘোষণা করতে পারি আমরা।
সংস্থাটি আরও জানায়, বিশ্বে সবচেয়ে বেশি ডেঙ্গু ঝুঁকির মধ্যে রয়েছে এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলি। চলতি বছর কেবল লাতিন আমেরিকায় ভাইরাসটিকেও আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মূলত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে অতিবর্ষণজনিত বন্যার কারণে ডেঙ্গুর প্রকোপ পাল্লা দিয়ে বাড়ছে।