ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ২৪২ জন। এ বছর একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা এটি। এ সময় ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৯ জন, ঢাকার বাইরে দুই জন।
শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক হাজার ২৩৯ জন ঢাকার। অন্যান্য বিভাগের এক হাজার তিন জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ছয় হাজার ৬৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই তিন হাজার ৮৩৯ জন। বাকি দুই হাজার ৮১৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২৩ হাজার ৮৬২ জন।