আমাদের জীবনে সব থেকে কাছের মানুষ বাবা-মা। একটা সময় ছিল যখন এক দিনও কাটাতো না তাদের ছাড়া। কিন্তু যত বড় হতে থাকি ধীরে ধীরে দূরে সরে যেতে থাকি মনের অজান্তেই। একটা সময় কাজের ব্যস্ততা কিংবা দায়িত্ববোধের অভাবে ন্যূনতম খোঁজ নিতেও ভুলে যাই। কিন্তু বাবা-মায়ের প্রতি এমন অবহেলা কোনো আদর্শ সন্তানের আচরণ হতে পারে না। আমরা সবাই আমাদের বাবা-মাকে ভীষণ ভালোবাসি কিন্তু তা প্রকাশ করার সুযোগ পাই না কাজের ব্যস্ততায়। আমরা চাইলেই একটু সময় বের করে অন্তত সপ্তাহের একটা দিন বাবা-মাকে দিতে পারি।
জেনে নিন করণীয়
– সারা দিন কাজ শেষে রাতের খাবারটা বাবা-মায়ের সঙ্গে খেতে পারেন। আর খেতে খেতে সারা দিনের নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
– দিনের বিভিন্ন সময় তাদের খোঁজ নিন। শরীর কেমন, কোনো অসুবিধা হচ্ছে কি না, ঠিকমতো খাবার ও ওষুধ খাচ্ছে কিনা।
– ছুটির দিনে ঘুরে আসুন সবাই মিলে। সেদিন পুরোটা সময় তাদের দিন। দেখবেন আপনার বাবা-মা খুশি হবেন।
– বাবা-মায়ের সঙ্গে না থাকলে দিনের একটা সময় একটু সময় নিয়ে তাদের ফোন দিয়ে কথা বলুন এবং খোঁজখবর নিন।
– সময় দিতে না পারলে বুঝিয়ে বলুন। যাতে তারা ভুল বুঝে কষ্ট না পান।
– তাদের সামাজিক নানা কাজের সঙ্গে জড়িত করুন এবং এসব কাজে উৎসাহ দিন। এতে তাদের সময়ও কেটে যাবে।
– তাদের জন্মদিন ও বিবাহবার্ষিকী পালন করুন। এদিন নিজে রান্না করে খাওয়াতে পারেন। এ ছাড়া তাদের প্রিয় কোনো জিনিস উপহারও দিতে পারেন।
– এ ছাড়া মাঝেমধ্যে তাদের বন্ধুদের দাওয়াত করে গেটটুগেদার পার্টির আয়োজন করতে পারেন। এতে তারা বেশ খুশি হবেন।