স্তন ক্যানসার স্ক্রিনিং কী, গুরুত্ব ও প্রয়োজনীয়তা

0
200
স্তন ক্যানসার
ছবি: সংগৃহীত

প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করতে পারলে এই রোগ পুরোপুরি নিরাময় করা সম্ভব। আর এ জন্য স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের গুরুত্ব অপরিসীম। স্তন ক্যানসার সম্পর্কে সঠিক ধারণা ও প্রয়োজনীয় সচেতনতা থাকলে স্ক্রিনিংয়ের মাধ্যমেই এই ক্যানসার অনেকাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব।

স্ক্রিনিং কী?
যাদের কোনো লক্ষণ প্রকাশিত হয়নি কিন্তু বয়স, লিঙ্গ বা অন্য কোনো কারণে ক্যানসার হওয়ার ঝুঁকি আছে, তাদের মধ্য থেকে সহজ কোনো পদ্ধতি বা পরীক্ষার মাধ্যমে ক্যানসার রোগী শনাক্ত করার নাম ক্যানসার স্ক্রিনিং। অবশ্যই ক্যানসার বিশেষজ্ঞের পরামর্শক্রমে এই স্ক্রিনিং পরীক্ষাগুলো করতে হবে।

ব্রেস্ট সেলফ এক্সামিনেশন
নিজেই নিজের স্তন পরীক্ষা করার পদ্ধতিকে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বলে। ২০ বছরের বেশি সব মহিলার নিয়মিত ইঝঊ করা প্রয়োজন। সাধারণত ঋতুস্রাবের পরবর্তী সপ্তাহে প্রতি মাসে একটি নির্ধারিত দিনে ইঝঊ করা উচিত। যাদের মাসিক বন্ধ হয়ে গেছে অথবা গর্ভকালীন সময়েও একই নিয়মে মাসের একটি নির্ধারিত দিনে ইঝঊ করা যেতে পারে।

ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন
চিকিৎসক দ্বারা স্তন পরীক্ষার পদ্ধতিকে বলা হয় ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। আলট্রাসনোগ্রাফি : চল্লিশ বছরের কম বয়সী নারীদের জন্য আলট্রাসনোগ্রাফি পরীক্ষা স্তন ক্যানসার শনাক্তকরণে প্রয়োজনীয় ভূমিকা রাখে।

মেমোগ্রাফি
মেমোগ্রাফি স্তনের এক ধরনের এক্স-রে, যা স্তনে অন্য টিউমার আছে কিনা নির্ণয় করতে সাহায্য করে। প্রধানত দুটি উদ্দেশ্যে মেমোগ্রাফি করা হয়। স্ক্রিনিং মেমোগ্রাফি ও ডায়াগনস্টিক মেমোগ্রাফি ।

জেনেটিক স্ক্রিনিং
ক্যানসারের পারিবারিক ইতিহাস রয়েছে এমন নারীদের জন্য জেনেটিক স্ক্রিনিং করা হয়। দেশেও জেনেটিক টেস্টগুলো করা যায়।

এসব পরীক্ষার মাধ্যমে চাকা বা পিন্ড পাওয়া গেলে টিস্যু ডায়াগনসিস বা বায়োপসি করে সঠিক রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা দেওয়া হয়।

লিখেছেন ডা. শুভ্রা দেবনাথ