শিশুদের মনোজগত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এই জায়গাটিতে শিশুটি ফেলে দেওয়া আইস্ক্রিমের কৌটা কুড়িয়ে এনে বালু ও কাদা দিয়ে খেলা করছে। এই খেলাটাই হয়তো তার জীবনের অন্যতম আনন্দ।

0
132

শিশুরা খেলতে ভালোবাসে। শিশুদের মনোজগতে কেবলই আনন্দ খেলা করে। তাই তো শিশুরা সব সময় খেলাধুলার মধ্যেই কাটাতে চাই। আমরা অধিকাংশ বাবা-মায়েরাই শিশুদের চাওয়াকে গুরুত্ব দিতে পারি না। কিন্তু শিশুদের আবেগ অনুভূতি ভালো লাগা, মন্দ লাগা একজন পূর্ণাঙ্গ বা বয়স্ক মানুষের মতোই। কোনো কোনো ক্ষেত্রে তাদের অনুভূতিগুলো আরো তীব্র। যেমন আত্নসম্মান। শিশুদের আত্নসম্মান একজন বয়স্ক লোকেদের চেয়ে বেশি। বিভিন্ন সময়ে খেয়াল করলে দেখবেন- শিশুরা কোনো বিষয়ে অপমানিত হলে সঙ্গে সঙ্গে কেঁদে ওঠে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তাই শিশুদের চাওয়া পাওয়ার প্রতি যত্নশীল হতে হবে। পুষ্টিকর খাদ্য যেমন মানুষকে সুস্থ থাকতে সহায়তা করে। তেমনি খেলাধুলাও শিশুদের মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখে।