মনোরম প্রাকৃতিক দৃশ্য কখনো কখনো ওষুধের চেয়েও সহায়ক

0
111

প্রকৃতি কখনো কখনো ওষুধের চেয়েও ভালো কাজ করে। যে কারণে চিকিৎসকেরা অনেক সময় বিভিন্ন রোগীদেরকে বলে থাকেন- রোগীকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যান। সমুদ্র, পাহাড় কিংবা সবুজ কোনো বন অরণ্যে। একটি প্রবাদ আছে- মনের অসুখ-ই বড় অসুখ। সেক্ষেত্রে মানসিক প্রশান্তিও সত্যিকারের সুখ। সুন্দর প্রকৃতিই পারে মানুষের মনে সেই সুখের স্পন্দন এনে দিতে।