দুই উপায়ে দূর করুন মাথার উকুন

0
147
উকুন
ছবি: সংগৃহীত

চুলের সৌন্দর্য নষ্টে উকুন যেমন একাই একশর দায়িত্ব নেয়, তেমনি সমস্যা তৈরি করে মাথার ত্বকেরও। তাছাড়া মাথার উকুন লোক সম্মুখে লজ্জার কারণও হয়ে দাঁড়ায়। তাই দুই উপায়ে দ্রুত মাথার উকুন দূর করতে পারেন।
মাথার উকুন দূর করতে অনেকেই উকুননাশক শ্যাম্পু ব্যবহার করে থাকেন। তবে এ উপায়ে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি। কারণ উকুননাশক শ্যাম্পু চুলের থেকে উকুন দূর করতে গিয়ে চুলের স্বাস্থ্য নষ্ট করে দেয়। তাই ভরসা রাখতে পারেন ঘরোয়া দুই উপায়ে।

এ দুই উপায়ে চুল ও মাথার ত্বকের সৌন্দর্য দুটোই সুরক্ষিত থাকবে। আসুন সে দুই উপায় চট জলদি জেনে নিই-

১। চুলের উকুন সহজ উপায়ে দূর করার একটি উপায় হলো ভেজা চুল আঁচড়ানো। মাথার চুল ভেজা অবস্থায় উকুন দ্রুত নড়াচড়া করতে পারে না। ওই সময় চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল দুইভাগ করে আঁচড়ালে সহজেই উকুন বেরিয়ে আসে।

২। চুলে উকুন ঝুলে থাকে। কখনও মাথার ত্বকে এসে রক্ত শুষে নেয়। তাই উকুনকে কাবু করতে চেষ্টা করুন মাথায় তেল দিতে। তবে নারিকেল তেলের পরিবর্তে যদি নিম তেল ব্যবহার করেন এক্ষেত্রে দ্রুত উপকার পাবেন। চুল তেলতেলে থাকলে উকুন নড়াচড়া করতে পারে না। ওই সময় চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আচড়ালে চিরুনিতে উকুন আটকে যায়।

এই দুই উপায় মেনে চলার পাশাপাশি চেষ্টা করুন সব সময় চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখতে। কেননা অপরিষ্কার মাথার ত্বকেই উকুন দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ পায়।