সড়ক দুর্ঘটনায় আহত ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক

0
255
নায়িকা ও পরিচালক
ছবি: সংগৃহীত

‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা অদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা এখন ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

হিন্দু একতা যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে করিমনগরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। অদা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি ভালো আছি বন্ধুরা। অনেক অনেক মেসেজ পাচ্ছি, আপনারা উদ্বিগ্ন হয়ে আছেন বুঝতে পারছি। আমাদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। এটুকুই বলতে পারি, আমরা দলের সবাই ঠিক আছি। বড় কোনো বিপদ হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের।’

পরিচালক সুদীপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘আজ আমাদের যাওয়ার কথা ছিল করিমনগরে, এক জনসভায় যুবক-যুবতীদের ভিড়ে আমাদের ছবিটা নিয়ে কথা হতো। কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় যেতে পারলাম না অত দূর। খুব খুব দুঃখিত আমরা। করিমনগরের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। ছবিটা বানিয়েছিলাম আমাদের কন্যাদের রক্ষা করতে। দয়া করে পাশে থাকুন।’

এদিকে ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে মাতিয়ে চলেছে। নিষিদ্ধ ঘোষণা কিংবা শো বাতিল করেও রোখা যায়নি এ ছবির দৌড়। বিতর্কের ঝড়ঝাপটার মধ্যেও বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে সুদীপ্তর ছবি।