টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচের শেষ সময়ে জয়সূচক গোলে বাঁধনহারা উদযাপনে মেতে উঠে পায়ে চোট পেয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (৩০ এপ্রিল) এক নাটকীয় আর রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব। প্রথম ১৫ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যাওয়া লিভারপুল পরবর্তী সময়ে হারায় ছন্দ। টটেনহ্যাম ৪০ ও ৭৭ মিনিটে দুটি গোল শোধ করে। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে তারা। তাতে জয় হাতছাড়ার উপক্রম হলেও পরের মিনিটে ফের দিয়োগো জটা গোল করে লিভারপুলকে লিডে ফেরান।
আর তাতে বাঁধনহারা উদযাপনে মেতে ওঠেন অলরেডদের কোচ ক্লপ। চেনা ভঙিতে খ্যাপাটে দৌড়ে ছুটতে থাকেন তিনি। বাধে বিপত্তি। এক পর্যায়ে বাঁ পায়ে হাত দিয়ে থমকে যান তিনি। চেহারায় ফুটে ওঠে যন্ত্রণার ছাপ। ফোর্থ অফিসিয়ালের সামনে উদযাপন করে হলুদ কার্ডও দেখেন তিনি।
সীমা অতিক্রম করার শাস্তি পেয়েছেন জানিয়ে ক্লপ বলেন, ‘এখনও ঠিক নিশ্চিত নই, এটা হ্যামস্ট্রিং কিনা, অ্যাডাক্টরও হতে পারে। তবে শাস্তি পেয়েছি। ছোট দোষের তাৎক্ষণিক শাস্তি। হ্যামস্ট্রিং হোক বা যা কিছু, পেশির অবস্থা ভালো নয় এ মুহূর্ত। বেশ বাজে। ঠিকভাবে আচরণ করতে না পারার উপযুক্ত শাস্তি। এছাড়া আর সবকিছুই ঠিক আছে।’
এদিকে টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি করেছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে তারা। তবে এখনই শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার স্বপ্ন দেখছেন না তিনি। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসলকে ইউনাইটেডকে বাকি ম্যাচগুলোতে পেছনে ফেলা সহজ যে হবে না সেটা ভালো করে জানা আছে তার। তাই আপাতত ইউরোপা লিগে কোয়ালিফাই করা নিয়ে ভাবছেন ক্লপ।
তিনি বলেন, ‘অবশ্যই নয় (সেরা চারের আশা করছেন কিনা)। যদি ম্যান ইউনাইটেড ও নিউক্যাসল তাদের সব ম্যাচ জেতে, আমরা কীভাবে চারে থাকব? তারা যদি হারতে থাকে এবং আমরা জিততে থাকি, তখন কাছাকাছি যেতে পারি। এর আগ পর্যন্ত আমাদেরকে জিতে যেতে হবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোয়ালিফাই করতে হলে।’
৩২ ম্যাচ শেষে লিভারপুলের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের চারে আছে ম্যানইউ। সমান ম্যাচ খেলা নিউক্যাসলের সঙ্গে তাদের পার্থক্যটা ৯ পয়েন্টের।