বড় এক সপ্তাহ অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদের জন্য। কোপা দেল রে’র ফাইনাল, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল।
এছাড়া লা লিগার ম্যাচ তো আছেই। তার আগেই কি না দুঃসংবাদ পেল তারা। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন লুকা মদ্রিচ। শনিবারের (২৯ এপ্রিল) ম্যাচে তাই স্বাভাবিকভাবেই থাকছেন না অভিজ্ঞ এই মিডফিল্ডার। কোপা দেল রে’র ফাইনালেও খেলা নিয়ে শঙ্কা।
গত মঙ্গলবার জিরোনার বিপক্ষে খেলার সময় ঊরুর চোটে ভোগেন মদ্রিচ। সেই ম্যাচের ৬৩ মিনিটে তাকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। তখন অবশ্য চোটের ব্যাপারে আন্দাজ করা যায়নি।
শুক্রবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘জিরোনার বিপক্ষে সে চোট পেয়েছে এবং এখন মাঠের বাইরে থাকবে। তার চোটের অবস্থা এখনও অজানা এবং আমরা জানি না সে কোপার ফাইনাল খেলার জন্য ফিট হবে কি না। এটাই ফুটবল এবং এমনটা হতেই পারে। আশা করি গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে সে শিগগিরই সেরে উঠবে। ’
আগামীকাল ঘরের মাঠে আলমেরিয়ার মুখোমুখি হবে রিয়াল। আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ৬ মে কোপা দেল রে’র ফাইনালে ওসাসুনার বিপক্ষে লড়বে লস ব্লাঙ্কোসরা। এর দুই দিন পরই চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটিকে।





