প্রস্রাবের যেসব লক্ষণ ক্যানসারের পূর্বাভাস

0
75
প্রস্রাবে সমস্যা
ছবি: সংগৃহীত

সাধারণত মূত্রথলির ক্যানসারের কোনো লক্ষণ আগে থেকে চেনা যায় না। অধিকাংশ ক্ষেত্রেই এই রোগ একদম শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে। তবে প্রস্রাবের কিছু লক্ষণ দেখলে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। কিছু লক্ষণ পূর্বাভাস দেয় এই ক্যানসারের।

বিশেষজ্ঞদের মতে, মূত্রথলির ক্যানসারের অন্যতম কারণ ধূমপান। এ ছাড়া যাদের ঘন ঘন প্রস্রাবের সংক্রমণ হয়, তাদেরও মূত্রথলিতে ক্যানসার হতে পারে।

সমীক্ষায় দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষরা এই ক্যানসারে আক্রান্ত হন বেশি। প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়লে রোগীকে বাঁচানো সম্ভব।

তাই কিছু লক্ষণ দেখলেই সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

১) প্রস্রাবের সময় রক্ত বের হওয়া ক্যানসারের অন্যতম একটি উপসর্গ। সাধারণত প্রস্রাব হালকা হলুদ বর্ণের হয়। প্রস্রাবের রং লালচে হলেই সতর্ক হতে হবে।

২) প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথার অনুভূতি হলেও সতর্ক হতে হবে। বিশেষজ্ঞদের মতে, প্রস্রাবের সময় প্রচণ্ড ব্যথা হলে বা জ্বালা হলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া ভালো। এই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

৩) বারবার প্রস্রাবের সমস্যাও ক্যানসারের আরেকটি উপসর্গ। সারাদিনে বিশেষ করে রাতে বারবার প্রস্রাব করার প্রবণতা দেখা দিলে চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি।
৪) প্রস্রাবের বেগ থাকলেও প্রস্রাব না হওয়া বা ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়াও মূত্রাশয়ের ক্যানসারের কারণ হতে পারে।

৫) ক্যানসার কোষের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকলে কোমরেও ব্যথা হতে থাকে। তাই দীর্ঘদিন ধরে কোমরে যন্ত্রণা হলে মূত্রাশয়ের কোনো সমস্যা হচ্ছে কি না দেখতে হবে।