ইনজুরিতে ক্রিকেটার তাসকিন

0
56
তাসকিন
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে এক মাত্র টেস্টে মাঠে নামার আগের দিনই হঠাৎ দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ইনজুরিতে পড়ে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ।

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন তাসকিন। যার কারণে ম্যাচের আগের দিন সোমবার (৩ এপ্রিল) দলীয় অনুশীলনে তাকে দেখা যায়নি মাঠে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তার সুস্থ হতে দুই সপ্তাহের মতো সময় লাগবে।

ইংল্যান্ডের পর আয়ারল্যান্ড সিরিজেও দুর্দান্ত ছিলেন তাসকিন। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে খেলে তিনি নেন ৪ উইকেট। সমান ৪ উইকেট তুলে নেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও। দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের বিপক্ষে ২০ ওভারের ম্যাচে হোয়াইটওয়াশে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ‍বৃষ্টির কারণে বল করা হয়নি। বাকি দুই ম্যাচে তুলে নেন ৫ উইকেট। ছিলেন বেশ মিতব্যয়ীও।

আর টি-টোয়েন্টি সিরিজে তো একেবারে অনবদ্য তিনি। তিন ম্যাচে ৮ উইকেট তুলে নিয়ে হন সিরিজ সেরা। সেরা বোলিং স্পেল ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট। তাকে নিয়ে টেস্টেও আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু পারফরম্যান্সে এ পেসার যতই ধারাবাহিক হোক না কেন, ইনজুরি কখনো তাকে মাঠে ধারাবাহিক হতে দেয় না। এর আগে ইনজুরির কারণে ভারতের বিপক্ষেও সিরিজের সবকটি ম্যাচ খেলতে পারেননি এ পেসার।

এদিকে তাসকিন ছিটকে গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি কারো নাম ঘোষণা করেনি।

বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।