মহামারি করোনা ভাইরাস আবারও চোখ রাঙানো শুরু করেছে ভারতে। সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৮ অক্টোবর এক দিনে ২,২০৮ জন করোনা আক্রান্ত হয়েছিল।
ভারতীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, রোববারের পরিসংখ্যান ধরে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৩৩ জন। এছাড়া রোববার স্থানীয় সময় সকাল আট পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সাতজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে মহারাষ্ট্রে এবং গুজরাটে চার জন, এবং কেরালায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৮৩১ জন।
ভারতীয় স্বাস্থ্যমন্ত্রণালয় আরও জানায়, দেশটিতে দৈনিক সংক্রমণের হার ১.৫৬ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ১.২৯ শতাংশ রেকর্ড করা হয়েছে।
সংক্রমণ বাড়ায় ভারতের হাসপাতালগুলোতে আবারও করোনা মোকাবিলার মহড়া চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশের হাসপাতালগুলোর সক্ষমতা কতটুকু তা দেখে নিতে চাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ইন্ডিয়া টুডে জানায়, আক্রান্তের হার বেড়ে যাওয়ায় এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতজুড়ে কয়েক হাজার হাসপাতালে করোনা মোকাবিলার মহড়া চালানো হবে।