এখনও সুস্থ হননি সংগীতশিল্পী তাসরিফ খান

0
93
সংগীত শিল্পী তাসরিফ খান
ছবি: সংগৃহীত

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার খবরটি গত রোববার ফেসবুকে জানিয়েছিলেন সংগীতশিল্পী তাসরিফ খান। এই খবরে ভেঙে পড়েন তার ভক্তরা-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে সবাইকে দুশ্চিন্তা না করে, উদ্বিগ্ন না হয়ে দোয়া করার জন্য বলেন এই সংগীতশিল্পী।

সেই লাইভে জানিয়েছিলেন ফিজিওথেরাপি নেয়ার কথা। এরপর সবশেষ বৃহস্পতিবার রাতে চিকিৎসার আপডেট জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

ফিজিওথেরাপি নেয়ার সময়কার একটি ছবি পোস্ট করে সেই পোস্টে তাসরিফ লেখেন, ‘আজ তৃতীয় দিনের মতো আমার ফিজিওথেরাপি দেয়া হলো। খুব চোখে পড়ার মতো উন্নতি হয়নি এখনও, তবে আমি আশাবাদী।

‘নিশ্চয়ই আল্লাহতায়ালা সঠিক ফয়সালা ঠিক করে রেখেছেন। সত্যি বলতে আমি একেবারেই ঘাবড়ে যাইনি। আমি যেকোনো রকম ফলাফলের জন্যই মানসিকভাবে প্রস্তুত।’

তাসরিফ আরও লিখেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি আমার চির কৃতজ্ঞতা রইল।’

সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন তাসরিফ খান। ২০১৭ সালের ৫ জানুয়ারি তিনি গড়ে তোলেন ব্যান্ড দল ‘কুঁড়েঘর’।

তার ব্যান্ড থেকে প্রকাশিত ‘তাই তো আইলাম সাগরে’,‘রাজার রাজ্যে সবাই গোলাম’, ‘আমি মানে তুমি’সহ এমন অনেক গান ভক্ত-শ্রোতার হৃদয় ছুঁয়েছে।

তাসরিফ ব্যাপক পরিচিতি পান ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তাসরিফ। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ওই সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি। সেই অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ নামের একটি বইও লিখেছেন। এবার বইমেলায় প্রকাশ পেয়েছে সেটি।