চুল সিল্কি করার ঘরোয়া উপায়

0
108
শিল্কি চুল
ছবি: সংগৃহীত

পার্লারে গিয়ে চুল সিল্কি করাতে চাইলে বেশকিছু টাকার পাশাপাশি দরকার যথেষ্ট সময়েরও। কিন্তু ব্যস্ততার ভিড়ে পার্লারে গিয়ে চুল সিল্কি করানোর মতো সময় যাদের নেই, তাদের জন্য রয়েছে অসাধারণ একটি উপায়। মাত্র একটি উপাদান দিয়ে মুহূর্তেই আপনার চুল করে তুলতে পারেন সিল্কি ও সুন্দর।

*৫-৬টি লবঙ্গ ও এক কাপ পেঁয়াজের খোসা গরম পানিতে ভিজিয়ে রাখুন ৩ ঘণ্টা। এরপর ছেঁকে পানি আলাদা করে নিন। তুলা ডুবিয়ে মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুল পড়া কমবে ও সিল্কি হবে চুল।

*১ চা চামচ কফির সঙ্গে আধা চা চামচ লেবুর রস ও আধা কাপ টক দই মিশিয়ে নিন। প্যাকটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

*রেগুলার শ্যাম্পুর সঙ্গে সামান্য কফি মিশিয়ে ব্যবহার করুন চুলে। চুলে শাইন আসবে।

*অ্যালোভেরা জেল ও টক দই একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন।

*একটি ডিম ফেটিয়ে আধা চা চামচ লেবুর রস ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে লাগান চুলে। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

*শ্যাম্পু শেষে চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিন। চুল হবে সিল্কি।

*কফির সঙ্গে মধু ও লেবু মিশিয়ে চুলে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।