৮০তম বিবাহবার্ষিকী উদযাপন!

0
105
৮০তম বিবাহবার্ষিকী
একসঙ্গে আশি বছর

পেনসিলভানিয়ার এক দম্পতি ৮০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। স্বামী ও স্ত্রী দুজনই ১০২ বছর বয়সী।

রবার্ট ও এডিথ মায়ে স্কমের পরিচয় স্কুলজীবনে। ১৯৩৬ সালে তাদের পরিচয় হয়।

১৯৪২ সালে তারা বিয়ে করেন। ২৬ ডিসেম্বর তারা বিবাহবার্ষিকী পালন করেন।

এক টিভি সাক্ষাৎকারে এডিথ বলেন, আমরা একে অপরকে ধরে আছি।

রবার্ট বলেন, আমার ধারণা এর পেছনে গোপন কথা হলো রাগ নিয়ে ঘুমাতে যাবেন না।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে দীর্ঘ দাম্পত্য জীবন ৮৬ বছর ২৯০ দিন। হার্বার্ট ও জেলমাইরা ফিশার দম্পতির এ রেকর্ড। ২০১১ সালে হার্বার্ট মারা যান।