হিমোফিলিয়া একটি বিরল রোগ

0
113
হিমোফিলিয়া
ছবি: সংগৃহীত

মানুষের দেহে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধার বেশ কিছু প্রক্রিয়া আছে। হিমোফিলিয়া একটি বিরল রোগ যার কারণে রোগীর রক্তে জমাট বাঁধতে সমস্যা হয়। ফলে খুব সামান্য চোটেও অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।

তবে, এ রোগটির রয়েছে একটি ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। ঢাকাসহ দেশের আনাচে কানাচে চিকিৎসাটি পৌঁছে দেয়ার কার্যক্রম হিসেবে সোমবার (১৭ এপ্রিল) বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘রিডিফাইনিং ম্যানেজমেন্ট অফ হিমোফিলিয়া উইথ প্রোফাইল্যাক্সিস’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি ও বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অখিল রঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে হিমোফিলিয়ার বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন তিনি। এ ছাড়া প্রোফাইল্যাক্সিস ধরনের চিকিৎসা পদ্ধতিতে রোগীকে কিভাবে একটি সুন্দর ও সুস্থ জীবন উপহার দেয়া যায় এবং কিভাবে রোগীদের এই চিকিৎসা খরচ মিটিয়ে তার পরিবারকে স্বস্তি দেয়া যায়, সেটিও তিনি তুলে ধরেন।

এ ছাড়া এই সেমিনারে প্রত্যেকটি মেডিকেল কলেজে হেমাটোলজি বিভাগ খোলা কতটুকু জরুরি এবং ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ হিমোফিলিয়া রোগীদের উন্নত ও উদ্ভাবনী চিকিৎসা দিতে কিভাবে নিয়মিত কাজ করে যাচ্ছে তা তুলে ধরা হয়।

এদিকে দুদিনব্যাপী পালিত এই সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘সকলের জন্য চিকিতসা ও রক্তক্ষরণ প্রতিরোধ’। এ সেমিনারের প্রথমদিনের আয়োজন ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে হিমোলিফিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সম্মিলিত প্রচেষ্ঠার আহ্বানে আয়োজিত গোল টেবিল বৈঠক। আর এ আয়োজনে সভাপতিত্ব করেন স্বাস্থ্য এর অধিদফতর হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট এর লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মাজহারুল হক তপন।

বর্তমানে সারা দেশে প্রায় ৩ হাজার চিহ্নিত রোগী এ রোগে আক্রান্ত আছে বলে জানা যায়। তবে, রোগ নির্ণয় সঠিকভাবে হলে এই সংখ্যা ১৭ হাজার হতে পারে। এই রোগে আক্রান্ত রোগী নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় পড়তে হয় বিধায় নানা ধরনের আর্থিক ও সামাজিক ব্যয়ের বিশাল একটি চাপ রোগীর পরিবারকে সম্মুখীন হতে হয় বলে জানান অনুষ্ঠানে থাকা চিকিৎসকরা।

সেমিনারটি আয়োজন করে ডিপার্টমেন্ট অব হেমাটোলজি অ্যান্ড বিএমটি ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্য অধিদফতরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট এবং রোশ বাংলাদেশ-এর সহযোগিতায়।