হার্ট অ্যাটাক হওয়ার আগে যে ব্যথা অনুভব হয়, সেটাকে সাধারণত অ্যাঞ্জাইনা বলা হয়। তবে হার্ট অ্যাটাকের সময় বা ঠিক আগে যে ব্যথা হয়, সেটা কিছুটা ভিন্ন রকমও হতে পারে।
দেখে নিন ব্যথার ধরণ ও অন্যান্য উপসর্গ-
১. বুকে চাপ বা ভার অনুভব করা: মাঝখানে (বাম দিকে) ভারী চাপ, পাথরচাপা পড়ার মতো অনুভূতি হয়। ব্যথা ধীরে ধীরে বাড়ে, হঠাৎ শুরু হতে পারে।
২. ব্যথা ছড়িয়ে পড়া: বাম হাত, ঘাড়, চোয়াল, পিঠ বা পেটে ছড়িয়ে যেতে পারে। অনেক সময় শুধু চোয়াল বা বাম হাতে ব্যথা হয়, বুকেও না-ও হতে পারে।
ব্যথার সময়সীমা-
১. ৫ মিনিটের বেশি স্থায়ী হতে পারে।
২. বিশ্রাম নিলেও কমে না (যদি হার্ট অ্যাটাক হয়)।
আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর ৩ ফল
অন্য লক্ষণগুলো-
১. শ্বাসকষ্ট বা হাঁপানির মতো অনুভব
২. ঠান্ডা ঘাম হওয়া
৩. বমি বমি ভাব বা বমি
৪. মাথা ঘোরা বা দুর্বল লাগা
অতিরিক্ত ক্লান্তি বা ঘাড় ভারী লাগা (বিশেষ করে নারীদের ক্ষেত্রে)
বিশেষ সতর্কতা-
১. ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বয়স্কদের ক্ষেত্রে ব্যথা কম বা ভিন্ন রকম হতে পারে।
২. নারীদের, বয়স্কদের ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’ হতে পারে, যেখানে ব্যথা স্পষ্ট নয়।
যদি মনে হয় হার্ট অ্যাটাক হচ্ছে-
১. দেরি না করে কাছের হাসপাতালে যান
২. অ্যাসপিরিন খেতে বলা হয় অনেক সময়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নয়।






