যে অসুখে ভুগছিলেন চিত্রনায়ক ফারুক

0
166
চিত্রনায়ক ফারুক
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন ফারুক। ২০১২ সালের জুলাইয়ের দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিতে যান ফারুক। সেখানে একমাস চিকিৎসা নেন এরপর কিছুটা সুস্থ হন। এরপর উন্নত চিকিৎসার জন্য ২০১৩ সালের ৩০ আগস্ট সিঙ্গাপুরে যান ও সেখানকার মাউন্ট এলিজাবেথ হসপিটালে ভর্তি হন। চিকিৎসা শেষে ২০১৪ সালের ৭ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন।

২০২০ সালের ১৮ আগস্ট আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। ভীষণ জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এসময় তার করোনা ধরা পড়ে। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন।

এরপর ২০২১ সালে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে যান। মার্চের দিকে খিচুনি হওয়ার পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ১৮ মার্চ অবস্থার উন্নতি হলেও ২১ মার্চ আবার অচেতন হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। এরপর মাঝে তার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়। এরপর আজ সোমবার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।