বাংলাদেশে সবচেয়ে কম বয়সী নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডা. রকিবুল ইসলাম রকিব। দেশি-বিদেশি প্রশিক্ষণে জটিল ব্রেইন টিউমার অপারেশনে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন তিনি। সম্প্রতি এমন কিছু বড় ও জটিল ব্রেইন টিউমার তিনি অপারেশন করে সাফল্য পেয়েছেন, যেটা করতে অন্য চিকিৎসকরা সাহসই পাননি, রোগীকে ফিরিয়ে দিয়েছেন তারা। বিজয়ের মাস ডিসেম্বরে এমনই এক জটিল ব্রেইন টিউমার অপারেশন করে এক মুক্তিযোদ্ধাকে জীবনে ফিরিয়েছেন তিনি।
রোগীর বয়স ৬৯ বছর। একজন বীর মুক্তিযোদ্ধা তিনি। বড় ও জটিল ব্রেইন টিউমারে আক্রান্ত। জীবন বাজি রেখে যিনি দেশটাকে স্বাধীন করেছিলেন। বিজয়ের মাস ডিসেম্বরে সেই মানুষটাকে জীবনযুদ্ধেও হেরে যেতে দেননি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রকিবুল ইসলাম রকিব।
ডা. রকিবুল ইসলাম বলেন, ‘জটিল ব্রেইন টিউমারের কারণে এই মুক্তিযোদ্ধার বাম পাশ প্যারালাইজড হয়ে যায়। অপারেশনের আগে আমার চেম্বারে এসেছিলেন হুইল চেয়ারে। কথা বলতে পারতেন না। আগে যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, অপারেশনের জন্য সেখানে লাইফ রিস্ক আছে শুনেই উনার পরিবারের সবাই অপারেশনে রাজী হয়নি, সেখান থেকে ছুটি নিয়ে আমাকে দেখাতে আসেন।’
নিউরোসাজারি বিশেষজ্ঞ এই চিকিৎসক জানান, মাইক্রোস্কোপিক অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ টিউমার বের করার মাত্র তিন দিন পর নিজে নিজে হাঁটছেন। স্বাভাবিকভাবে কথা বলছেন। চেম্বারে এসে সেলাই কেটে গেলেন। জানালেন ৮ নম্বর সেক্টরে তার মুক্তিযুদ্ধের গল্প।
ডা. রকিব বলেন, যেকোনো জটিল ও কঠিন সকল ব্রেইন টিউমারের আধুনিক ও সফল অপারেশন বাংলাদেশেই নিয়মিত হচ্ছে।’
দেশের নিউরোসার্জারির ওপর আস্থা রাখার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।




