ডেঙ্গু আক্রান্তদের রক্তের প্লাটিলেট বাড়াতে পেঁপে পাতার রস পানসহ নানা টোটকায় ঝুঁকছেন রোগীরা। বাজারে এসেছে পেঁপে পাতার উপাদানে তৈরি ট্যাবলেট ও সিরাপ। প্লাটিলেট বাড়াতে পেঁপে পাতার রসের কার্যকারিতা এখনো নির্ভরযোগ্য গবেষণায় প্রমাণিত হয়নি দাবি করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজীর আহমেদ বলেছেন, কার্যকারিতা নিশ্চিত না হয়ে পেঁপে পাতার রস খেলে হিতের বিপরীত হতে পারে।
ডেঙ্গু আক্রান্তদের রক্তের প্লাটিলেট হঠাৎ করেই আশঙ্কাজনক হারে কমে গেলে তা রোগীদের মধ্যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে ফ্লুইড ম্যানেজমেন্টে গুরুত্ব দিলেও অধিকাংশ রোগীই নানা টোটকায় বিশ্বাস করেন বর্তমানে ডেঙ্গু পরিস্থিতিতে।
প্লাটিলেট বাড়াতে পেঁপে পাতার জুস কতটা কার্যকর তা নিয়ে আছে কয়েকটি গবেষণাও বলে জানা গেছে।
তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজীর আহমেদ সময় সংবাদ জানান, বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষা হলেও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত প্লাটিলেট বাড়াতে পেঁপে পাতার রস পান ঠিক নয়।
তিনি আরও বলেন, ভালো ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া এবং তার ফলাফল আমাদের পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হওয়া ছাড়া আমাদের চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের জিনিস ব্যবহার করার সুযোগ নেই।
ডেঙ্গুর কারণে মানবদেহে যে প্লাটিলেটটা ভেঙে যায়, সেটা একটা কমপ্লেক্স ভেঙে যায়। এখানে কিন্তু এটি যে তৈরি হওয়ার যে সেন্টারটা আছে সেখানো কোনো সমস্যা হয় না। একটা সময় কমতে থাকে আবার নিয়মিতভাবেই বাড়তে থাকে। সেক্ষেত্রে রোগীকে প্লাটিলেট দিতেও নিষেধ করা হয় বলেও জানান তিনি।
ইতোমধ্যেই বাজারে অনেক কোম্পানি এনেছে পেঁপে পাতার উপাদানে তৈরি ট্যাবলেট ও সিরাপ। যা নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মনে। তবে মানবদেহে পরীক্ষার পর তা সেবনের পরামর্শ দেন এ বিশেষজ্ঞ।
ডেঙ্গু আক্রান্তদের পানি শূন্যতা রোধে স্যালাইন ও শরবত কার্যকর বলে জানিয়েছেন চিকিৎসকরা।






