প্রতিবছর চিকিৎসা নিতে দেশের বাইরে যাচ্ছে প্রায় ৯ লাখ রোগী। দেশের বাইরে চিকিৎসা নিতে গিয়ে বড় ধরনের অর্থের অপচয় হচ্ছে রোগীদের। তাই দেশেই আন্তর্জাতিক অ্যাসথেটিক ডার্মাটোলজি ব্রান্ড ডার্মাস্টার ক্লিনিকের বাংলাদেশ ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে। এতে রোগীদের শত কোটি টাকার খরচ বাঁচবে।
রোববার (৩ সেপ্টেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউট কনফারেন্স হলরুমে কোরিয়ান বিউটি ওয়ার্ল্ড লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টর মো. মইনুল ইসলাম, কোরিয়ান পরিচালক চো চোন হো, চিফ গেস্ট হান জিং কুয়ং।
অনুষ্ঠানে ডার্মাস্টারের প্রতিষ্ঠাতা ডা. জিং কুয়ং বিভিন্ন বিষয়ে তুলে ধরে বলেন, ডার্মাস্টার ক্লিনিক এশিয়া ও ইউরোপসহ পৃথিবীর ১৫টি দেশে অ্যাসথেটিক লিডিং ব্রান্ড হিসেবে সুপরিচিত।
বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টর মো. মইনুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অ্যাসথেটিকের উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে যান রোগীরা। দেশের বাইরে চিকিৎসা নিতে যাতায়াত এবং সেখানে থাকা বাবদ রোগীদের বড় অঙ্ক টাকা খরচ হয়। ডার্মাস্টার বাংলাদেশে ব্রাঞ্চ খোলায় এখন থেকে মানুষ স্বল্প খরচে আন্তর্জাতিক মানের অ্যাসথেটিক সেবা পাবে, বন্ধ হবে টাকার অপচয়।
তিনি আরো বলেন, প্রতি বছর ৯ লাখ রোগী উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যাচ্ছেন। যার মধ্যে এক তৃতীয়াংশই অ্যাসথেটিক রোগী।
পরে বাংলাদেশি ডার্মাস্টার ব্রাঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাতে দেশি অর্ধশতাধিকের বেশি স্বনামধন্য ডার্মাটোলজিস্ট অংশ নেন। রাজধানীর মিরপুর আদাবরে কোরিয়ান বিউটি ওয়ার্ল্ডে বাংলাদেশি ডার্মাস্টার ব্রাঞ্চ সেবা দেবে।




