প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, ডেঙ্গু টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) ট্রায়াল চলছে, সংস্থাটি অনুমোদন দিলে তারপর টিকা দেয়া শুরু হবে।
রোববার (২০ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা ও প্রতিরোধ, আমাদের দায়িত্ব ও করণীয় নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, সরকার থেকে এখনও ডেঙ্গুর কোন টিকা অনুমোদন দেয়া হয়নি। তাই এ মুহূর্তে ডেঙ্গুর কোন ভ্যাকসিন দেয়া যাবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ট্রায়াল চলছে জানিয়ে তিনি বলেন, সংস্থাটি অনুমোদন দিলে তারপর টিকা দেয়া হবে।
ডেঙ্গু মোকাবিলায় প্রতিকার আর প্রতিরোধ বেশি জরুরি উল্লেখ করে বিশিষ্ট এই চিকিৎসক বলেন, ডেঙ্গু নির্মূল সম্ভব নয় তবে নিয়ন্ত্রণ সম্ভব। তবে একে অপরকে দোষারোপ না দিয়ে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্ব সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ৪৬৬ জনের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯৭ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৭ হাজার ৬৭১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫০ হাজার ১৮৯ জন।




