চোখে চোখ রেখে কথা বলবেন কেন?

0
212
চোখে চোখ রেখে কথা বলা
ছবি: সংগৃহীত

কথাচোখেরই নাম আরশি নগর, একে একে মনের খবর সে তো কইয়া যাবেই! সত্যিই চোখই যে হৃদয়ের জমানো কথা, বলে বেড়ায় অনায়াসে অবলীলায়। মানসিক যোগাযোগের বাহক এই চোখের পথকে রুদ্ধ করার সাধ্যই বা কার! এক পলকেই হাজারো শব্দের যুগল মিলনের এক উপাখ্যানের রচয়িতা যে চোখ। ভালোবাসা সমীক্ষার বড় পরিমাপক এই ইন্দ্রিয়কে দূরে রাখছেন না তো আপনি? যদি রেখে থাকেন তবে যে আঁখি মিলনের মোহনীয় রূপ থেকে আপনার দূরত্বটা অসীম।

চোখে চোখ রাখা জরুরি কেন?

যোগাযোগ

যে কোনও সম্পর্কের মূল ভিত্তি হলো যোগাযোগ। মুখের ভাষা যা বলে উঠতে পারে না, চোখ সেই অনুভূতি ব্যক্ত করে। যোগাযোগ আরও গভীর এবং নিবিড় হতে পারে চোখের চাহনিতে। এমন নিবিড় যোগাযোগ মাধ্যম পৃথিবীতে আর একটিও যে নেই। তাই প্রিয়জনের চোখে চোখ রাখুন।

বিশ্বাস
অনেকেই বিশ্বাস করেন, চোখ মিথ্যার আশ্রয় নিতে পারে না। তাই চোখে চোখ রেখে কথা বললে সম্পর্কে বিশ্বাসযোগ্যতাও বাড়ে। খুব সহজেই বুঝে নিতে পারবেন কতটা ভালোবাসার আবরণে আপনি রয়েছেন। বিশ্বাসের তালাবদ্ধ ঘরে এক চাবিকাঠি এই চোখ।

ধৈর্য
একান্তে দুজন মনের কথা বলবেন। কিন্তু চোখে চোখ থাকবে না, তা কী করে হয়? শুধু ঘনিষ্ঠ মুহূর্ত নয়, সঙ্গীর কথা ধৈর্য ধরে শুনতে গেলেও চোখে চোখ রাখার প্রয়োজন রয়েছে। নিজেও বলতে পারবেন। একটু ও একঘেয়েমি ভাব আসবে না।

মানসিক নৈকট্য
মানসিকভাবে ঘনিষ্ঠ হতেও চোখের গুরুত্ব রয়েছে। চোখ এমন একটি অঙ্গ, যার মাধ্যমে দুটি ভিন্ন মানুষের ঘনিষ্ঠতা আর গাঢ় হয়ে উঠতে পারে। দূরত্ব ঘুচে গিয়ে মানসিক বন্ধন আরও দৃঢ় হয়ে উঠবে এতে। নিজেদের ভেতর পুষে রাখা সব অভিমানের গল্প বলে বেড়াবে।

আকর্ষণ
দুটি মানুষের আকর্ষণের কেন্দ্রে থাকে চোখ। কোনও মানুষের প্রতি আপনার কেমন অনুভূতি, তা-ও বলে দিতে পারে চোখ। অনুভূতিকে মূল্যায়ন করার এই মাধ্যমকে ব্যবহার করতে দ্বিধা কিসের? চোখে রাখুন চোখ,তাহলেই যে আলো পড়বে হৃদয় থেকে হৃদয়ে।