করোনায় ফের মৃত্যুর দুঃসংবাদ

0
57

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নতুন করে কারও দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এর মধ্যে কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে করোনা ভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।