আইসিডিডিআর,বি’র গবেষণায় ডেঙ্গুর নতুন ধরন শনাক্ত

0
177

আইসিডিডিআর,বি’র গবেষণায় ডেঙ্গুর নতুন ধরন, পরিস্থিতি লাগামহীনতার শঙ্কা
চলতি বছর ডেঙ্গুর ধরন ডেন টু আর থ্রি দাপিয়ে বেড়ালেও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর গবেষণায় মিলেছে ডেন ফোরের অস্তিত্ব। আসছে বছর নতুন এই ধরন দিয়ে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি লাগামহীন হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। এখনই সতর্ক হওয়ার পরামর্শ তাদের।

জানা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ সত্তর হাজার আর মৃতের সংখ্যা প্রায় সাড়ে তেরো’শ। নভেম্বরে এসেও প্রতিদিনই প্রায় দুই হাজার নতুন রোগী আর মৃতের সংখ্যা দুই অঙ্কে। এমন অবস্থায় আবার নতুন করে চোখ রাঙানি দিচ্ছে ডেঙ্গু।

এসব রোগীদের মধ্যে বেশির ভাগই আক্রান্ত ছিল ডেঙ্গুর ধরন ডেন টু আর থ্রিতে। গুরুতর রোগীর অধিকাংশই শনাক্ত হয়েছে ডেন টু। আবার মৃতের নমুনাও বলছে এই ধরণে মৃত্যুর সংখ্যা বেশি।

তবে এবার হঠাৎ করেই নুতন ধরন ডেন ফোরেরও অস্তিত্ব মিলেছে আইইডিসিআরবি এর ল্যাবে।

আইসিডিডিআর,বির ডাইরোলজি ল্যারেটরি প্রধান ড. মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু নমুনায় আমরা ডেন ফোরের অস্তিত্ব পেয়েছি। এই ধরনটি অত্যন্ত ভয়ানক। আগামীতে যে কোনো সময় এর প্রাদুর্ভাব বাড়লে তা অনেক শঙ্কার বিষয় আমাদের জন্য।

অন্যদিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া এডিসবাহিত রোগ বশে আনতে ম্যালেরিয়ো কিংবা কালাজ্বর নিয়ন্ত্রণের মত কর্মসূচির অভিজ্ঞতা নিয়ে স্বাস্থ্য বিভাগকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি প্রযুক্তি নির্ভর নানা পরিকল্পনা নিয়ে বছরজুড়েই এডিস নিয়ন্ত্রণে কাজ করার তাগিদ দিচ্ছেন তারা।