মুখে বয়সের ছাপ দূর করুন ঘরোয়া উপায়ে

0
252

টিভি ছাড়তেই দেখা মেলে জনপ্রিয় প্রসাধনী প্রস্তুতকারক এক কোম্পানির বিজ্ঞাপন। চোখের কোণায় বলিরেখা সমেত এক নারী কী করে মাত্র দু’ফোটা ক্রিম মেখেই তারুণ্য ফিরিয়ে আনবেন, এই হলো বিজ্ঞাপনের বিষয়বস্তু। ক্রিমের কার্যকারিতা নিয়ে এর ব্যবহারকারীরা ভালো বলতে পারবেন, কিন্তু মোড়কে লেখা দাম দেখে অনেকেরই দুশ্চিন্তায় বলিরেখা আরও বেড়ে যেতে পারে! ঘরোয়া সমাধান পেতে কী করবেন?

বয়স ৩০-এর কোঠায় আসতেই চোখের কোণায়, কপালে, নাকের পাশ ঘেষে আপনার মুখমণ্ডলের চামড়া কুচকে যেতে পারে। একে বলিরেখা বলা হয়, ইংরেজিতে এজ রিংকাল। শুষ্ক তাপমাত্রা বা সূর্যের রশ্মির সংস্পর্শে এলে, অতিরিক্ত ডায়েট, ধূমপানের অভ্যাস বা অতিমাত্রায় উদ্বেগ ইত্যাদি বিভিন্ন কারণে বলিরেখা বয়সের আগেই চেহারায় ছাপ ফেলতে পারে।

 

বলিরেখার ছাপ কমাতে চাইলে বিশেষজ্ঞরা ২৫ বছর বয়স থেকেই ত্বকের যত্ন নেয়ার পরামর্শ দেন। নিয়মিত ত্বক পরিষ্কার ও স্ক্রাবিং এ সময়টায় জরুরি। সাধ্যের মধ্যে থাকলে ভালো অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করতে পারেন। অনেকে দামের কথা ভেবে সস্তায় ক্ষতিকারক প্রসাধনীর দিকে ছোটেন। প্রথম দিকে উপকারী মনে হলেও, দেখা যায় দিন পেরুতেই ত্বক পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থায় ঘরোয়া উপকরণগুলো আপনাকে রক্ষা করতে পারে।

চট করে বাড়িতে বসেই ঘরোয়া ক্রিম বানানো যায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী চলুন জেনে নেয়া যাক উপায়গুলো-

নাইট ক্রিম

উপায়:১

যা যা লাগবে-

২ টেবিল চামোচ পাঁকা কলার পেস্ট, ১ টেবিল চামোচ তীল বীজের গুঁড়া, ১ টেবিল চামচ কাঠ বাদামে ভেজানো দুধ, আধা চামোচ অ্যালোভেরা জেল, আধা চামোচ ঘি ও ১ চামোচ কাঠবাদাম বাটা।

যেভাবে তৈরি করবেন

সবগুলো উপকরণ একটা বাটিতে নিয়ে মিহি পেস্ট তৈরি করুন। পেস্টটি বেশি আঠালো মনে হলে আরেকটু দুধ মিশিয়ে নিতে পারেন। এ পর্যায়ে পুরো মিশ্রণটি ছেকে নিয়ে কাচের পাত্রে রাখতে হবে। এ প্রক্রিয়ায় মিশ্রণটি রেফরিজারেটরে রেখে সংরক্ষণ করতে পারবেন।

প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর এ পেস্টটি লাগালে কাজে দেবে।

উপায়:২

যা যা লাগবে-

১ চামচ দুধের সর, ১ চামচ গোলাপ জল, ১ চামচ অলিভ অয়েল ও ১ চামচ গ্লিসারিন।

যেভাবে তৈরি করবেন

সবগুলো উপকরণ একত্রে নিয়ে ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এ ক্রিমে ল্যাকটিক এসিড থাকায় রাতে ত্বকে লাগালে সূক্ষ্মরেখা ও বলিরেখাগুলো দূর হবে।

নাইট সিরাম

যা যা লাগবে-

৩ চামচ অ্যালোভেরা জেল, ২টা ভিটামিন-এ ক্যাপসুলের নির্যাস, ৩ চামোচ গোলাপ জল, ২-৩ ফোটা এসেনশিয়াল ওয়েল।

যেভাবে তৈরি করবেন

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন। শুষ্ক ত্বকের জন্য সঙ্গে ১ চামচ গ্লিসারিন যোগ করে নিতে পারেন। এই মিশ্রণটি সিরামের কাজ করবে। প্রতিদিন রাতে স্কিন কেয়ার রুটিনে এটি ব্যবহার করুন।

ফেসপ্যাক

যা যা লাগবে-

১/২ কাপ বেসন, ১/২ কাপ মসুর ডাল, পরিমাণ মতো পানি।

যেভাবে তৈরি করবেন

বেসন ও ডাল মিশিয়ে নিয়ে তাতে ধীরে ধীরে পানি যোগ করুন। মিশ্রণটি যাতে বেশি তরল না হয়, পেস্টের মতো ঘনত্ব পেয়ে গেলেই পানি মেশানো বন্ধ করুন। এ ফেসপ্যাকটি সপ্তাহে অন্তত ৩ দিন বিরতি দিয়ে লাগাবেন। চেহারায় লাগানোর পর ১০/১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।